সাত শৃঙ্গ জয় করে ফিরেছেন ওয়াসফিয়া নাজরিন

মঙ্গলবার প্রথম প্রহরে ওয়াসফিয়া হজরত শাহজালাল বিমানবন্দরে নামলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার কারস্তেনস পর্বতমালায় ৪ হাজার ৮৮৪ মিটার উঁচু কারস্তেনস পিরামিড জয় করার পর ওয়াসফিয়া ফেইসবুকে লিখেছিলেন, তিনি দেশে ফিরতে উদগ্রীব।
বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি, যা ’৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।
বিজয়ের মাস শুরুর প্রথম প্রহরেই বাংলাদেশের মাটিতে ফিরলেন ওয়াসফিয়া।
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রোভিন্সে কারস্তেনস পর্বতমালায় ৪ হাজার ৮৮৪ মিটার উঁচু এই শৃঙ্গ স্থানীয়ভাবে পুঞ্চাক জায়া নামেও পরিচিত।
২০১২ সালের ৯ জুন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন ওয়াসফিয়া নাজরীন। এর আগের বছরই সাত শৃঙ্গ জয় করার ঘোষণা দেন তিনি।
এরপর একে একে তিনি জয় করেন আফ্রিকার কিলিমানজারো, দক্ষিণ আমেরিকার আকোনকাগুয়া, অ্যান্টার্কটিকার ভিনসন ম্যাসিফ, ইউরোপের মাউন্ট এলব্রুস এবং উত্তর আমেরিকার ডেনালি চূড়া। আর এবার কারস্তেনস পিরামিড জয়ের মধ্য দিয়ে ওয়াসফিয়ার ‘সেভেন সামিটস’ পূর্ণ হল। – See more at: