তীব্র গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে ডিএমপি

তীব্র দাবদাহে রাজধানীবাসীর তৃষ্ণা মেটাতে সুপেয় পানি পানের ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ভ্রাম্যমাণ গাড়িতে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তৃষ্ণার্তপথচারী ও সাধারণ মানুষদের
পানি পান করানো হবে।
সোমবার (২২ এপ্রিল) ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মো. ফারুক
হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ডিএমপির এ কর্মকর্তা জানান, ডিএমপি ১৬ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল আকৃতির
ওয়াটার ট্যাংকারের মাধ্যমে আজ সকাল ১০টা থেকে সুপেয় পানি পানের জন্য গাড়ি বের হয়েছে।
সুপেয় পানি পানের গাড়ি প্রথমে মতিঝিল গোলচত্বর, পল্টন, গুলিস্তান মা জার, পুরাতন হাইকোর্ট
ভবনের সামনে, ইউনিভার্সিটির ভিতর দিয়ে টিএসসিতে অবস্থান নিবে।
এরপর নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল, ফার্মগেট বাসস্ট্যান্ড, সবশেষে কাওরান
বাজার অবস্থান করবে।
তিনি জানান, এমটি ও ওয়ার্কশপ থেকে দুজন করে চারজন আলাদা পিকআপে সঙ্গে থাকবে।
উল্লেখ্য, পয়েন্টে তারা কমপক্ষে ১ ঘণ্টা করে পানি পান করাবে। সঙ্গে ছোট ছাতা নিয়ে যাবে যাতে
পানি পান করানোর সময় নিজেরা ছায়ায় থেকে পানি পান করাতে পারে