সোনিয়ার সঙ্গে দেখা করলেন পতুল

ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে তার নয়াদিল্লীর বাসভবনে আজ (১০ নভেম্বর) বৃহস্পতিবার দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পুতুল দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গঠন নিয়ে কংগ্রেস প্রধানের সঙ্গে কথা বলেন। গত জুলাইয়ে অটিজম বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে সোনিয়া ঢাকায় গেলে এ নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক পর্ষদের চেয়ারপারসন পুতুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পতুল অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার বিষয়ক একটি কর্মশালায় যোগ দিতে নয়াদিল্লি আসেন। নয়াদিল্লির কর্মশালায় এক আলোচনায় অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারকে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশের জনস্বাস্থ্যের মূল সমস্যা চিহ্নিত করেন পুতুল। এক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করার এবং সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। পতুল বলেন, অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার যথাযথভাবে সামাল দিতে সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতাও প্রয়োজন।