বাংলায় ঠিকানা লিখে ঢোকা গেলো ওয়েবসাইটে

 

ইন্টারনেটে বাংলা ভাষায় ইউআরএল  ঠিকানা লিখে খুঁজে পাওয়া গেলো ওয়েবসাইট। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওয়েব ঠিকানা (ইউআরএল) বাংলায় বিটিসিএল.বাংলা লিখে সাইটটিতে প্রবেশ করা গেছে। আর  এর মধ্যদিয়ে নির্দিষ্ট ঠিকানার বাইরে (এর আগে মাত্র একটি সাইটে প্রবেশ করা যেতো) কোনও সাইটে প্রবেশ করা সম্ভব হলো।

প্রসঙ্গত, ডট বাংলা হলো দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইনের নাম। এই ডোমেইন ব্যবহার করলে সাইটের নাম লিখতে হয় বাংলায়। ফলে যে সাইটটি স্ক্রিনে দেখায় সেটি আসে বাংলায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডট বাংলা ডোমেইন উদ্বোধন করেন। মাসসাতেক আগে ডট বাংলা নিবন্ধনের সংখ্যা ছিল সাড়ে পাঁচ শতাধিক।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বৈশাখের প্রথম দিনে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিটিসিএল আজ  প্রকাশ করলো .ডট বাংলা সাইট। গর্ব করছি বিটিসিএলকে নিয়ে— বিটিসিএল.বাংলা’