২০১৫-১৬ অর্থবছরে আয়কর আদায় ১৫৩৭ কোটি টাকা

চলতি ২০১৫-১৬ করবর্ষে মোট ১ হাজার ৫৩৭ কোটি ৩৮ লাখ টাকা আয়কর আদায় হয়েছে। গত সোমবার রিটার্ন দাখিলের সময় শেষে এই হিসাব করা হয়। গত বছর এ খাতে আদায় হয়েছিল ১ হাজার ৩৯০ কোটি ৩৬ লাখ টাকা। চলতি বছর মোট আয়কর রিটার্ন জমা পড়ে ৮ লাখ ১৫ হাজার ৮৯৪টি। এছাড়া আরো ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন কর দাতা সময়ের আবেদন করেছে। যারা রিটার্ন দেননি কিংবা সময় বৃদ্ধির আবেদনও করেননি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে।২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর সোমবার পর্যন্ত। এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছিল। এছাড়া এ সময়ের মধ্যে দেশব্যাপী দুইটি মেলারও আয়োজন করে রাজস্ব বোর্ড।জানা যায়, ২০১৪-১৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পর্যন্ত ৮,৩৩,৯০২টি আয়কর রিটার্ন জমা পড়েছিল এবং এর বিপরীতে আয়কর আদায় হয়েছিল ১,৩৯০.৩৬ কোটি টাকা। সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন ১,৯৩,৭২১ জন করদাতা।এ বছর সময় বৃদ্ধির আবেদনকারীসহ রিটার্ন দাখিল করেছেন মোট ১০ লাখ ৯২ হাজার ০৩২ জন করদাতা যা গত বছরের তুলনায় ৬.২৭ শতাংশ বেশি। রিটার্নের সঙ্গে পরিশোধিত মোট আয়করের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যে সকল করদাতা ২০১৫-১৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি কিংবা সময় বৃদ্ধির আবেদনও করেননি, তাদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাগণকে জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।