শরীয়তপুরের কোষা নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা

শরীয়তপুর জেলার বিশেষ বিশেষ কয়েকটি হাট-বাজারে কোষা নৌকা বিক্রির ধুম পড়ে যায় বর্ষার সঙ্গে সঙ্গে। সদর উপজেলার বুড়িরহাট ও সুবচনি বাজার, নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার, জাজিরা উপজেলার কাজীরহাট, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ও গোসাইরহাটের ইদিলপুর বাজারে বর্ষা মৌসুমে কয়েক হাজার কোষা বিক্রি করা হয়। এর মধ্যে সদরের বুড়িরহাট বাজারের প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্য রয়েছে কোষা নৌকা বিক্রির হাট হিসেবে। এক সময় জেলার বাইরে থেকে অনেক লোক বড় বড় ঘাসি নৌকা (পালতোলা মালবাহী নৌকা) ভাড়া করে বুড়িরহাটে আসত কোষা নৌকা কিনতে। তারা একেকটি ঘাসি নৌকার ভেতরে, ছাদে ও এর সঙ্গে বেঁধে ৮০ থেকে ৯০ মাইল দূরে বরিশালসহ দেশের অনেক এলাকায় কিনে নিয়ে যেত। বুড়িরহাটের সেই ঐতিহ্য এখনও স্বদম্ভে টিকে রয়েছে। এখন বাইরের লোক না এলেও জেলার অভ্যন্তরে প্রচুর কোষা ন্যেকা বিক্রি করে বুড়িরহাটের বিক্রেতারা। পাপরাইল, চন্দনকর, ছয়গাঁও, পাটানিগাঁও আটেরপাড়া, মাকসাহার, ঘোড়ারঘাট, বিঝারি, ডুবিসায়বর ও ডুবুলদিয়া গ্রামে কাঠ মিস্ত্রিরা বর্ষা শুরু হওয়ার আগে থেকেই প্রস্তুুত নিতে শুরু করে কোষা নৌকা বানানোর জন্য।