কমতে শুরু করেছে সবজির দাম

শীতের সবজির সরবরাহ বেড়েছে। তাতে ঢাকার বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে ব্যবধানে ফুলকপি, বাঁধাকপিসহ কয়েকটি সবজির দাম কমেছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ তুলনায় এ সপ্তাহে শীতের সবজির সরবরাহ ভালো থাকার কারণে দাম কমতে শুরু করেছে। তবে এখনো উচ্চমূল্যে স্থিতিশীল হয়ে আছে আলু, পেঁয়াজ, চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের দাম।

রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ঢেড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১২০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, প্রতিটি পিস লাউ ৫০ ও বাঁধাকপি ৫০ টাকা ও ফুলকপি ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, মুলা ৫০টাকা, চিচিঙ্গা ৫০, দুন্দল ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০টাকা, দেশি পেঁয়াজের দাম ১৪০টাকা, আমদানিকৃত পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

==