কেনা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও অনুদান পাওয়া যাচ্ছে।’
এখনও পর্যন্ত সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসিত জেলা ২১টি ও উপজেলা হচ্ছে ৩৩৪টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সমগ্র দেশকে ভূমিহীন-গৃহহীনমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
গৃহহীন ও ভূমিহীনদের জন্য সারাদেশে জমি কেনার পাশপাশি উদ্ধার করা হয়েছে খাস জমি। সারা দেশে উদ্ধারকৃত খাস জমির পরিমাণ প্রায় ৬ হাজার ২০০ একর, যার স্থানীয় বাজার মুল্য ৩ হাজার ৫৬৫ কোটি টাকা। এছাড়া সারা দেশে ৩২৩ দশমিক ৭৮ একর জমি কিনে ঘর করে দেওয়া হয়েছে। জমি কিনতে খরচ হয়েছে প্রায় ২১৫ কোটি ৭৮ লাখ টাকা।