সপ্তাহের শুরুতেই দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। রবিবার (২৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এর আগে টানা চার সপ্তাহ পতনের পর গত সপ্তাহে শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মেলে।
তবে গত সপ্তাহজুড়ে শেয়ারবাজার ছিল বেশ অস্থির। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস সূচক বাড়ার বিপরীতে দুই কার্যদিবস সূচক কমে। অবশ্য এরপরও সপ্তাহ শেষে দাম বাড়ার তালিকায় নাম লেখায় বেশিরভাগ প্রতিষ্ঠান। একই সঙ্গে বাড়ে সবকটি মূল্যসূচক ও বাজার মূলধন। এমন সপ্তাহ পার করার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ঊর্ধ্বমুখিতার আভাস পাওয়া যায়।