দীঘিনালায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের লোকজন। এ পরিস্থিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

মানবিক সহায়তার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোকে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোন।

ত্রাণ সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, আটা, তেল, লবণ, চিনি, দিয়াশলাই ও বিস্কুট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেরুং দক্ষিণ আর এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিতদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম।

এসময় ৪ ইস্ট বেঙ্গলের আরএমও ক্যাপ্টেন ডা. মোস্তাফিজুর রহমান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন ও ঘনশ্যাম ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তা বিতরণ শেষে মেজর নুর নাফিজ ইসলাম বলেন, বন্যাকবলিত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সেনাবাহিনী অতীতের মতোই তাদের পাশে থাকবে।