প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের ছাদবাগানের গাছে কাঁচামরিচ ধরেছে। টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সেই গাছে ফলন এসেছে বেশ ভালো।
আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন প্রধানমন্ত্রীই। ছাদবাগানে আরো আছে ধনেপাতা, করম চা ও আনারসের গাছ। সবাইকে উৎসাহ দিতেই সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তার ফেসবুক একাউন্টে কাঁচামরিচ গাছের একটি ছবি দিয়ে পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
ফেসবুক পোস্টে হাসান জাহিদ তুষার লিখেন, করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি। নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন।
গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।
কমেন্টে একজন লিখেছেন, কৃষি বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। প্রধানমন্ত্রী আমাদের সব দিক থেকে আদর্শ। একজন কৃষিবিদ হিসেবে গর্বিত।
আরেকজন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জাতির গর্ব বাংলাদেশকে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা দোয়া করি, তিনি দীর্ঘজীবী হোক।