আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে শেষ মুহূর্তে জমে উঠেছে আমের বাজার। সোমবার (৭ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই আম বাজারে বিভিন্ন জাতের আম বিক্রি করতে এসেছেন আম চাষিগণ। এ সময় বাজারে আম্রপালি, বারি ফোর, বারি সেভেন, গৌড়মতি, ব্যানানা, কিউজাই ও আশ্বিনা আম বাজারে উঠেছে।
এ সময় উপজেলার তাঁতইর গ্রামের আমচাষি ফরহাদ হোসেন ও খঞ্জনপুর গ্রামের দুরুল হুদার সঙ্গে কথা হলে তারা জানান, এখনো কমপক্ষে এক মাস বাজারে আম পাওয়া যাবে। তারা আরও জানান, অনেক বাগান মালিক এবং আমচাষি ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করছেন।
এক নজরে আজকের প্রকারভেদে আমের বাজার দর- ব্যানানা ছয় হাজার থেকে ৯ হাজার, আম্রপালি তিন হাজার থেকে সাত হাজার, বারি ফোর, বারি সেভেন, দুই হাজার ৮শ’ থেকে সাড়ে চার হাজার, গৌরমতি সাড়ে তিন হাজার থেকে সাত হাজার এবং আশ্বিনা আম ৮০০ থেকে ১৫০০ টাকা মণ। এ ব্যাপারে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান, আমচাষিরা যাতে সুন্দরভাবে আম বাজারজাত করতে পারেন এর জন্য প্রতিনিয়ত উপজেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে।