বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৪ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করছে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে এক্স সিরামিকস লিমিটেড বিনিয়োগ করবে ২ কোটি ৯০ লাখ ডলার। আর ১ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করবে ডাইজিন কেমিক্যাল কোম্পানি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে ৩০ একর জমি প্রদানের চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এতে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এ সময় প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকরাও উপস্থিত ছিলেন।
শিল্পনগরে ২০ একর জমি পাচ্ছে এক্স সিরামিক কোম্পানি। এখানে কারখানা স্থাপন হলে ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডাইজিন কেমিক্যাল লিমিটেড নিচ্ছে ১০ একর জমি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এক্স সিরামিকস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার বলেন, তাদের ২৫টি কারখানা রয়েছে। তারা দেশে প্রথম এনটি স্লিপ টাইলস নিয়ে আসেন। এ খাতে এখন আমদানি কমিয়ে তারা রপ্তানির দিকে যাচ্ছেন। দেশ থেকে আমাদের মাধ্যমেই প্রথম টাইলস রপ্তানি হবে।
জমি পাওয়ার দুই বছরের মধ্যে কারখানা স্থাপনের অঙ্গীকার করে তিনি ১০ কোটি ডলার রপ্তানি লক্ষ্যের কথা জানান। সেজন্য গ্যাসের নিশ্চয়তা দাবি করেন এ উদ্যোক্তা।
ডাইজিন কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমানুর রহমান বলেন, ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে দেশের প্রথম সারির কেমিক্যাল কোম্পানি পরিচালনা করছি আমরা। এখানে তো অনেক নতুন ধরনের প্রযুক্তি দেশে এনেছি। আমদানি বিকল্প শিল্প গড়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি আমরা। বছরে বিভিন্ন খাতে ৩০০ থেকে ৪০০ কোটি ডলারের কেমিক্যাল প্রয়োজন হয়। দেশের শিল্পবিপ্লবের পরবর্তী ধাপ কেমিক্যাল শিল্পের মাধ্যমে হবে বলে আশাবাদ ব্যাখ্যা করেন তিনি।
সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে আমরা ১৩৭টি প্রতিষ্ঠানকে জমা দিয়েছি। এখন পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান উৎপাদনে এসেছে বাকিরা কারখানা গড়ার কাজ করছে।
ইউটিলিটি সেবা প্রধানকে মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিদ্যুতের সাবস্টেশন তৈরি করেছি। গ্যাসের কাজ চলমান রয়েছে। মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের জন্য এডিবির সহায়তায় কাজ চলমান রয়েছে।