১০ বছরে বেড়েছে সাত গুণ ইন্টারনেট ব্যবহারকারী

১০ বছরের ব্যবধানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে প্রায় সাত গুণ। একই সঙ্গে বেড়েছে মোবাইল ফোনের ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনের অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে ৪৪.৫ শতাংশ মানুষ, যা ২০১৩ সালে ছিল মাত্র ৬.৭ শতাংশ। সেই হিসাবে ১০ বছরের ব্যবধানে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৬.৬ শতাংশ। দেশে খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭.৯ শতাংশ খানা বা পরিবার। এ ছাড়া ইন্টারনেট ৪৩.৬ শতাংশ, স্মার্টফোন ৬৩.৩ শতাংশ, রেডিও ১৪.৯ শতাংশ, টেলিভিশন ৬২.২ শতাংশ এবং কম্পিউটার ৮.৯ শতাংশ পরিবারের লোকজন ব্যবহারের সুবিধা ভোগ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা শাকি।

বিবিএস বলছে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারী প্রায় ৯০ শতাংশ, যার মধ্যে স্মার্টফোন ব্যবহার করছে ৬৩.৩ শতাংশ মানুষ। বিভাগ হিসাবে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৭৮.৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে। রাজধানীতে এর ব্যবহার ৭৫.৩ শতাংশ। তবে বিভাগ হিসেবে ইন্টারনেটের ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। এই বিভাগে ইন্টারনেট সেবা পাচ্ছে ৫৯ শতাংশ মানুষ।

আর ইন্টারনেট ব্যবহার সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ, যেখানে ২৭.৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। জরিপে আরো জানানো হয় দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯.০ শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭.৩ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে ৪৩.৬ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯.২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২.৪ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪.৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩.৯ শতাংশ।

ব্যক্তি পর্যায়ের তথ্য দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বলা হয়েছে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪.৫ শতাংশ, মোবাইল ফোন ৯০.৫ শতাংশ, কম্পিউটার ৭.৯ শতাংশ এবং নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তির হার ৬৩.৮ শতাংশ।

প্রতিবেদনে ২০১৩, ২০২২ ও ২০২৩ সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির হার ২০১৩ সালে ছিল ৬.৭ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৩৮.৯ শতাংশ হয়েছে এবং ২০২৩ সালে হয়েছে ৪৪.৫ শতাংশ। মোবাইল ফোন ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১.৭ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৮৯.৯ শতাংশ হয়। আর ২০২৩ সালে হয়েছে ৯০.৫ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫.৬ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৭.৪ শতাংশ হয়। আর ২০২৩ সালে হয়েছে ৭.৯ শতাংশ।