সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ও ঢাকা সিএমএইচের সহযোগিতায় আধুনিক ক্যান্সার চিকিৎসা ও ক্যান্সার সচেতনতা বিষয়ে বৃহস্পতিবার (২২ জুন) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম, এমপি।
আইএসপিআর জানায়, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম মুসা খানের সভাপতিত্বে এই সেমিনারে ক্যান্সার রোগের চিকিৎসা এবং সচেতনতা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়। এ ছাড়াও ক্যান্সার চিকিৎসায় সর্বশেষ আধুনিকায়ন এবং ঢাকা সিএমএউচের অভূতপূর্ব উন্নয়নের ওপর সেমিনারে আলোকপাত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে ক্যান্সার চিকিৎসায় সেনাবাহিনীর তাত্পর্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
সেমিনারে সশস্ত্র বাহিনীর কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম তার উপস্থাপনায় ক্যান্সার চিকিৎসা এবং এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর অগ্রগতি ও অবদানের ওপর আলোকপাত করেন।
ঢাকা সিএমএইচের সহযোগিতায় ক্যান্সারজয়ী রোগীদের সফল পথ চলায় সাহসিকতা ও সহনশীলতার গল্পগুলো সেমিনারে উপস্থিত দর্শক-শ্রোতাদের মনোযোগ কাড়ে এবং সকল ক্যান্সার যোদ্ধাদের মনে আশার সঞ্চার করে।