শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, নার্স ও কর্মকর্তাসহ ১২ জন। শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই পুরস্কার দেয়া হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের অংশ হিসেবে তাদের এ পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (১৯ জুন) স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।।
এ সময় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।