পটুয়াখালীর সেই দৃষ্টিনন্দন ঝাউতলা সড়ক

আর্ন্তজাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে পটুয়াখালীর দৃষ্টিনন্দন ঝাউতলা সড়কটি। পটুয়াখালী পৌর শহরের ঝাউতলার এ সড়কের ছবিটি ব্যবহার করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ‘রূপান্তরের অত্যাশ্চর্য প্রতীক’ হিসাবে।

সোমবার থেকে শুরু হওয়া জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বুলেভার্দ রোডকে নতুন চেহারা দেওয়া হয়েছে দাবি করে জম্মু-কাশ্মীরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর)। আসলে পাশ্চত্য ও সিংগাপুরের স্থাপত্য শৈলির মিশ্রণে দৃষ্টিনন্দন ঝাউতলা নামে পরিচিত এ সড়কটি র্নিমাণ করেছে পটুয়াখালী পৌরসভা।

জনগুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে পৌরশহরের তিতাস মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মোট দেড় কিলোমিটার (১.৫ কিলোমিটার) সড়কটি র্নিমাণে ব্যয় হয়েছে ১৩ কোটি টাকা। পরিবেশ বান্ধব ’ইউনি ব্লক’ ইট ব্যবহার করা হয়েছে সড়কটির র্নিমাণে।

শিক্ষার্থীদের চলাচল ও বাইসাইকেল ব্যবহারের জন্য রয়েছে ’সাইকেল লেন’। পায়ে হাটা এবং প্রাতঃভ্রমণকারীদের জন্য রয়েছে ’ওয়াক ওয়ে জোন’ এবং বিশ্রাম নেওয়ার বসার জন্য বেঞ্চ। নির্মল বাতাস, অক্সিজেন এবং ধুলোবালি মুক্ত রাখার জন্য সড়কটির মাঝখানে এবং ফুটপাতে লাগানো হয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ। রাতের চলাচলে সড়কের মাঝখানে এবং ফুটপাতে পর্যাপ্ত আলোর জন্য সিংগাপুরের আদলে লাইটিংয়ের ব্যবহার করা হয়েছে।

এই সড়কেই রয়েছে জেলা পরিষদের শেখ রাসেল শিশুপার্ক, সার্কিট হাউজ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবন, জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ লাইনস, চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতসহ সরকারী বিভিন্ন গুরুত্ব স্থাপনা। সড়কের চৌরাস্তায় স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‌্যাল। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার নানা চিত্র।

গণমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীরের এক প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে বিপাকে পড়েছেন ভারতের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জম্মু কাশ্মীরভিত্তিক এনজিও সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট কাশ্মীরের উন্নয়নের দাবি নিয়ে একই ছবিটি টুইট করেছিলেন। যদিও ছবিটি পরে তার অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলা হয়েছে।

পটুয়াখালী পৌর কাউন্সিলর কাজল বরন দাস বলেন, পটুয়াখালী পৌরসভার ঝাউতলা সড়কটি দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীতে সমৃদ্ধ সেটি প্রমাণ করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর)।

পটুয়াখালী পৌরসভার প্রকৌশল বিভাগের প্রকৌশলী জসিম উদ্দিন আরজু জানান, পটুয়াখালী পৌরবাসীকে সকল নাগরিক সুবিধা সম্বলিত একটি নগর উপহার দিতে নিরলস কাজ করছে পৌরসভা।