ঢাকায় শেষ হলো তিন দিনব্যাপী ভ্রমণ ও পর্যটন মেলা। ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ নামে এ মেলায় নগদ ও বুকিং মিলিয়ে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছে এর আয়োজক প্রতিষ্ঠান ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত মেলায় ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং স্বাগতিক বাংলাদেশের ৫০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান ১৮তম ঢাকা ট্রাভেল মার্টে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করে।
বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় এবারের আসরে দর্শনার্থীদের আগ্রহ ছিল আশাতীত। তিন দিনের আয়োজনে ১২ হাজারের অধিক দর্শনার্থী আকৃষ্ট করতে সক্ষম হয় এবারের মেলা। মেলা চলাকালে নগদ ও বুকিং মিলিয়ে লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি টাকার বেশি।’
মেলার সমাপনী দিনে দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিট, হোটেল ও রিসোর্টে প্যাকেজসহ বিভিন্ন পুরস্কার জিতে নেন বিজয়ীরা। বেসরকারি খাতের এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ছিল মেলার টাইটেল স্পন্সর। ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং ইস্টার্ন ব্যাংক ছিল যথাক্রমে প্রিমিয়াম স্পন্সর এবং ব্যাংকিং পার্টনার।