প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলেন সাড়ে চার হাজার পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় চার হাজার ছয়শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সকালে রায়পুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন রুবেল ভাট এ আয়োজন করেন। এ উপলক্ষে পৌরসভার সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী আবদুল কাদের, কাউন্সিলর শামসুর হক লিলি, মোহাম্মদ ইউসুফসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

পৌরসভা সূত্র জানায়, রায়পুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ২১পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামী তিন দিন এ কার্যক্রম চলবে।

রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এটি নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তাঁর পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হয়েছে।