দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে চলতি বছর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১৬ এপ্রিল দেশে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

পিডিবি জানায়, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড৷

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৬ হাজার মেগাওয়াটের বেশি।