প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ও অতিরিক্ত যাত্রী পরিবহনে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে ১০০ রেলকোচ। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৭০টি রেলকোচ প্রস্তুত করা হয়েছে। এখন বাকি ৩০টি কোচ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এবার ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়েকে ১০০ কোচ মেরামতের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৮৩টি ব্রডগেজ (বড়) ও ১৭টি মিটারগেজ (ছোট) কোচ।
সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী ১৮ এপ্রিল রেলের পরিবহন বিভাগ এসব কোচ বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ এবং বিশেষ ট্রেন হিসাবে চালানো হবে। যাতে যাত্রীরা ঈদে নিরাপদে ভ্রমণ করতে পারে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, কারখানার সিডিউল অনুযায়ী প্রতিদিন আমাদের তিন ইউনিট (দেড়টি কোচ) কোচ মেরামতের লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু এবার ঈদের চাহিদা অনুযায়ী প্রতিদিন ছয় ইউনিটের বেশি কোচ মেরামত করতে হচ্ছে, যা শ্রমিক-কর্মচারীদের কঠোর পরিশ্রমের কারণে সম্ভব হচ্ছে।