৩ ব্যক্তি, ২ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পরিবেশ পদক

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখায় তিনজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেবে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় এদের মনোনীত করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জীবানন্দ রায় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধামরাইয়ের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে জাতীয় পরিবেশ পদকে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ (ডক্টর আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান) এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে খুলনার বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ডক্টর এস এম মফিজুল ইসলামকে পরিবেশ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

জাতীয় পরিবেশ পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য হিসেবে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে।