একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল খালেক তালুকদারকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খারছাইল গ্রামে।
অ্যান্টি টেররিজম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. জিসান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল খালেক ১৯৭১ সালে তার সঙ্গীয় অন্য ছয় রাজাকার নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যা করে তার মৃতদেহ কংস নদীতে ভাসিয়ে দেয়। পরে ২০১৩ সালে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা করেন শহীদ আব্দুল খালেকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। ওই মামলার পলাতক আসামি ছিল আব্দুল খালেক। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন।