ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। নাজমুল হোসাইন শান্তর অপরাজিত ৪৬ রানের ব্যাটিংয়ে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ভালো স্কোর করতে পারেনি ইংল্যান্ড। ২০ ওভার খেলতে নেমে সব উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান।

১১৮ রানের টার্গেটে খেলতে নেমে দেখেশুনে ব্যাট করে টাইগার ব্যাটাররা। দলীয় ২৭ রানে ২ উইকেট হারালেও এগিয়ে যেতে থাকে বাংলাদেশে। শান্ত, হৃদয় ও মেহেদী ছাড়া কেউই ১০ রানের ঘর পার করতে পারেনি।

হৃদয় ১৭ ও মেহেদী ২০ রান করে আউট হলেই উইকেট ধরে রাখেন শান্ত। ম্যাচের শেষের দিকে যখন উত্তেজনা চরমে তখনই ১৮তম ওভারে ৩টি চার মেরে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন শান্ত। ফলে ১৮.৫ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২০ রান।