জাতিসংঘের বাংলা ফন্ট এখন ইউনিকোডে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ইন্টারনেটে বাংলা ব্যবহারে আরও বৈচিত্র্য আনতে ইউনিকোডসহ ইউএন বাংলা ফন্টটি সাতটি ভিন্ন রূপে প্রকাশ করেছে।

সোমবার ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং শুভেচ্ছা দূত জয়া আহসান সংস্থার ঢাকা অফিসে ইউনিকোড সংস্করণটি প্রকাশ করেন। ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ বাংলা লেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে মন্তব্য করেছেন স্টেফান লিলার।

জয়া আহসান বলেন, মাতৃভাষা দিবসে ইউএনডিপির এ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। ইউএন বাংলা ফন্টের ডিজাইনার মহিবুবুর রহমান রাজন বলেন, বাংলা বর্ণমালায় মাত্রা যুক্তাক্ষরসহ বৈচিত্র্য অনেক বেশি। তাই বাংলা বর্ণমালা নিয়ে কাজ করার সুযোগটাও বেশি।

ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স আব্দুল কাইয়ূম বলেন, দ্রুতই ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইটটি ইউএন বাংলা ফন্টের ব্যবহারে প্রকাশ করা হবে।
download link https://www.undp.org/bangladesh