টেকসই কৃষির জন্য ‘সফল’ প্রকল্পের উদ্বোধন

সমন্বিত পানি ব্যবস্থাপনার জন্য ‘সফল’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর ঢাকার হোটেল র‌্যাডিসনে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশের উপকূলীয় কৃষিকে উন্নত ও টেকসই করা প্রকল্পটির লক্ষ্য বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়ন করবে। মোট ৯০ হাজার ক্ষুদ্র কৃষক পরিবার প্রকল্পের সুবিধাভোগী হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ বলেন, উপকূলীয় অঞ্চলে সহজলভ্য পানি এবং জমির দক্ষতা ও টেকসই ব্যবহারের মাধ্যমে মৎস্য ও পশুসম্পদ উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

সলিডারিডাড এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ড. শতদ্রু চট্টোপাধ্যায় বলেন, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে।

সলিডারিডাড নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জেরোয়েন ডগলাস বলেন, ‘আমরা বাজার নিয়েই কাজ করি। আমরা বাংলাদেশের সাহসী কৃষকদের সাহায্য করতে চাই।’ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান বলেন, প্রকল্পটি মূলত টেকসই কৃষির জন্য সম্প্রদায়ভিত্তিক পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে কাজ করতে সংকল্পবদ্ধ।