লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩৫৬টি প্রতিষ্ঠানের আট কোটি ৫৭ লাখ ১০ হাজার ৪৯৬টি শেয়ার কেনাবেচা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৫৬৮ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকা। এদিন ডিএসইতে দাম বেড়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।