এলো ১৫ আধুনিক কোচ চলবে পদ্মা রেল সেতুতে

পদ্মা সেতু দিয়ে চলাচলের জন্য চট্টগ্রাম বন্দরে পৌঁছাল অত্যাধুনিক ১৫টি রেল কোচ। চীন থেকে আসা এই কোচ জাহাজে করে গত শনিবার চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছে। জাহাজ থেকে নামিয়ে সেগুলো বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে রেলওয়ে ওয়ার্কশপে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, প্রথম ধাপে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে আগামী বছরের জুন মাসে। এ জন্য পুরোদমে চলছে নির্মাণকাজ। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথে যাত্রী পরিবহনের জন্য মোট ১০০টি আধুনিক কোচ সংগ্রহ করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে প্রথম চালানে এলো ১৫টি রেল কোচ।

রেল কর্তৃপক্ষ বলছে, যে ১০০টি কোচ আনা হচ্ছে এর মধ্যে ২৫টি নন-এসি চেয়ার কোচ, ৩৫টি এসি চেয়ার কোচ, ১৫টি স্লিপার কোচ, ১৫টি ডাইনিং ও গার্ড রেক সংযুক্ত কোচ এবং ১০টি পাওয়ার কার।

জানতে চাইলে পদ্মা রেল সেতু প্রকল্পের প্রধান যন্ত্র প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম বলেন, ‘প্রথম চালানে ১৫টি কোচ এলো। জানুয়ারিতে আসবে আরেকটি চালান। আশা করছি জুন ২০২৩ এর মধ্যেই সব কোচ আমাদের কাছে পৌঁছবে। কারণ এরই মধ্যে চীনের কারখানায় কোচগুলো তৈরি হয়ে গেছে। ’

তিনি বলেন, ‘রেলওয়েতে থাকা বিদ্যমান কোচগুলোর সঙ্গে এই কোচগুলোর মূল পার্থক্য হচ্ছে এখানে প্রবেশপথে স্নাইডিং দরজা ব্যবহৃত হয়েছে। আছে বায়োটয়লেট, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে থাকছে কোচের ভেতর ক্লোজড সার্কিট ক্যামেরা, পাওয়ার কারেও রাখা হয়েছে সিসিটিভি। আর আসনসংখ্যা আগের মতোই। তবে সিট সাজানোর ক্ষেত্রে লেগ স্পেস বেশি রাখার চেষ্টা হয়েছে। আর কোচগুলো ১২০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। ’