ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন শেখ হাসিনা

বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পর্তুগালের লিসবনে অনুষ্ঠিতব্য বিশ্ব ডায়াবেটিক কংগ্রেস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এই পুরস্কার গ্রহণ করেন।

এর আগে গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই সংবাদ দিয়েছিলেন বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন। ওই সময় তিনি এ কংগ্রেসে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন।

এই উপাধিতে ভূষিত করায় বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।