প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার পর কর্মসংস্থানের জন্য এবার অটোভ্যান উপহার পেলেন পঞ্চগড়ের খতিবর রহমান। বুধবার কালেক্টরেট চত্বরে তার কাছে উপহারের অটোভ্যানের চাবি তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকসহ পদস্থ কর্তকর্তারা ছিলেন।
খতিবর রহমানের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে। নিজের কোনো ঘর না থাকায় ঢাকার একটি বস্তিতে ঘর ভাড়া নিয়ে সাত বছর ধরে রিকশা চালাতেন। নিজ জেলা পঞ্চগড়ে কোনো বাড়ি না থাকায় তিনি জন্মস্থানে ফিরতেও পারতেন না। গত ২৭ জুলাই পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার সময় তাকেও জমিসহ একক গৃহ উপহার দেওয়া হয়।
ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণাকালে খতিবর রহমানকে বলেন, ‘আমরা তো কিছু ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করি, ট্রেনিং দেই, ঢাকায় রিকশা না চালিয়েও বাড়ির পাশে কাজ করতে পারবেন। ওখানে স্কুল আছে, সেখানে ছেলেমেয়েকে পড়াতে পারবেন’। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তিনি পঞ্চগড়েই ছেলেমেয়ের পড়াশোনাসহ বরাদ্দকৃত একক গৃহে অবস্থান করছেন। তিনি আর ঢাকায় যাননি। কিন্তু হাতে কোনো কাজ না থাকায় বেকায়দায় পড়েন। তার কর্মসংস্থানের জন্য আশ্রয়ণ পরবর্তী পুনর্বাসনের আওতায় তাকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদান করা হলো একটি অটোভ্যান।
খতিবর রহমান বলেন, ‘আমার জমিও ছিল না, কোনো ঘরও ছিল না। প্রধানমন্ত্রী আমাকে জমিসহ ঘর উপহার দিয়েছেন। আমার স্ত্রীকে একটি সেলাই মেশিন দিয়েছেন। আজ একটি অটোভ্যান পেলাম। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।’
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলাকে প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্তি জেলা হিসেবে ঘোষণা দেন। ওইদিন রিকশাচালক খতিবরকে নিজবাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেন। সে মোতাকে আশ্রয়ণ পরবর্তী পুনর্বাসনের আওতায় তাকে একটি নতুন অটোভ্যান দেওয়া হল। আশা করছি তিনি এই অটোভ্যান দিয়ে আয় রোজগার করে সংসার প্রতিপালন করতে পারবেন।