‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন ডলি জহুর

অসংখ্য নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন অভিনেত্রী ডলি জহুর।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এবার অভিনয়ে বিশেষ অবদানের জন্য তাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হচ্ছে।

‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক অভি মঈনুদ্দীন। আগামী ১৯ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডলি জহুরের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ডলি জহুর বলেন, ‘ অবশ্যই যেকোনো সম্মাননা পরম আনন্দের, ভালোলাগার। চলচ্চিত্রে এবং নাটকে স্বীকৃতিস্বরূপ আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে, এটা সত্যিই আমার জন্য ভীষণ আনন্দের। আমার কাজকে গুরুত্ব দিয়ে আমার কথা ভেবে আমাকে নির্বাচিত করা হয়েছে।’

আবদুল্লাহ ইউসুফ ইমামের নির্দেশনায় ‘মানিক রতন’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। রহিম নেওয়াজের নির্দেশনায় রাজ্জাক ও ববিতার সঙ্গে ‘অসাধারণ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ডলি জহুর।