ফের চালু হবে বন্ধ চিনিকল!

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, বিএসআরআই-৪৬ জাতের আখ সারা দেশে ৩৫ একর জমিতে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। এ বছর উৎপাদিত আখ থেকে বীজ তৈরি করা হবে এবং আগামী বছর থেকে ক্রাশিংয়ে যাবে। এ জাতের আখ থেকে চিনি উৎপাদনের হার ধরা হয়েছে অনেক বেশি।
তিনি আরও বলেন, উৎপাদন যদি সফল হয় তাহলে চিনিকলগুলো আবার লাভে ফিরবে। সে ক্ষেত্রে বন্ধ চিনিকলগুলো আবার চালু করা হবে এবং চিনিকলের যন্ত্রপাতি আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে শ্রমিক-কর্মচারীদের বকেয়া ও পাওনা পরিশোধ সম্ভব হবে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাষ করা বিএসআরআই-৪৬ জাতের আখক্ষেত পরিদর্শন শেষে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এক কথা বলেন।