দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের স্নাতক প্রথম বর্ষের সুবিধাবঞ্চিত মেধাবী ৩৫৪৯ শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি দিয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সিজেডএম চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
আরও বক্তব্য রাখেন সাবেক সচিব এম এম নাসির উদ্দিন ও আরাস্ত খান, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নুরুল ফজল বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জুবায়ের এহসানুল হক প্রমুখ।