রুই মাছের নতুন জাত ‘সুবর্ণ রুই’ চাষে দারুণ সম্ভাবনা August 27, 2022 ফেইসবুকে স্যায়ার করুন টুইটারে টুইট করুন tweet বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত রুই মাছের নতুন জাত ‘সুবর্ণ রুই’ উৎপাদনে লাভের সম্ভাবনা দেখছেন মৎস্য চাষীরা। উদ্ভাবনের প্রথম বছরেই সারাদেশে ছড়িয়ে পড়েছে এর পোনা।