ভুদুম বাঁশের কলম করে সফল বনবিভাগের পাম্প অপারেটর

গাজীপুর বনবিভাগে প্রথম ভুদুম বাঁশ থেকে ‘গাট কলম’ তৈরিতে সফল হয়েছেন বনকর্মীরা। তবে এ দুরূহ কাজটি করেছন একজন পাম্প অপারেটর। তিনি মাত্র ২০০ টাকা খরচে ভুদুম বাঁশের ২০টি গাট কলম তৈরি করেছেন। সরকারি নিজ দায়িত্ব পালনের পাশাপাশি তার এমন উদ্ভাবনী কাজে সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তারা।

সোমবার (২২ আগস্ট) সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের বিভিন্ন স্থানে বাঁশের গাট কলমগুলো রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ কাজী নাজমুল হকসহ বন বিভাগের কর্মচারীরা।

দেশে ৩৩ প্রজাতির মধ্য ভুদুম বাঁশ সবচেয় বড় ও সুউচ্চ। এ বাঁশটির উচ্চতা হয় ১৩০ ফুটের বেশি এবং ব্যাস হয় প্রায় দুই ফুট পর্যন্ত।

পাম্প অপারেটর চন্দন কুমার বলেন, ভাওয়াল জাতীয় উদ্যানের বিস্তীর্ণ বনের শুধুমাত্র চম্পা বিশ্রামাগারের পূর্ব দিকে ভুদুম বাঁশ ঝাড় রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা ভুদুম বাঁশ ঝাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এ সৌন্দর্য উদ্যানের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে কলমের পরিকল্পনা করি। বাগানমালী হুমায়ুন কবীরের সহযোগিতায় গাট কলম তৈরিতে সফল হই।

বাগানমালী হুমায়ুন কবীর বলেন, দুটি গাট পরিমাণ বাঁশের টুকরোগুলো খড় বিছিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখা হয়। স্থানীয়ভাবে এটি বয়লার পদ্ধতি বলা হয়ে থাকে। অন্য স্থানে এতে ৪৫ দিন সময় লাগলেও যত্নের কারণে মাত্র ২০ দিনে গাট কলমগুলো রোপণের উপযোগী হয়েছে।