তিন কেজি ওজনের ইলিশ উঠলো জেলের জালে

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। মাছটি চার হাজার ২শ’ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়াল সংলগ্ন মেঘনায় শফিক মাঝির জালে ধরা পড়ে এ রাজা ইলিশ। শফিক মাঝির বাড়ি বরিশালের হিজলা উপজেলার দুলখলা ইউনিয়নে আলিগঞ্জ গ্রামে।

জেলেরা জানান, মাছটি বিক্রির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজলের আড়তে নেয়া হয়। পরে চার হাজার ২শ’ টাকায় মাছটি কেনেন ইলিশ ব্যাপারী মিজান শেখ। এরপর লঞ্চে করে ঢাকার যাত্রাবাড়ী আড়তে পাঠান তিনি।

শফিক মাঝি জানান, সকালে মেঘনায় পাতা জাল তোলার পর ১২০টি ইলিশ পান তিনি। এর মধ্যে রাজা ইলিশও ওঠে। মাছটির ওজন তিন কেজি ৫০ গ্রাম। এছাড়া বাকি ইলিশের ওজন ৫০০-১০০০ গ্রাম ছিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এত বড় ইলিশ পাওয়া যাওয়া ভালো লক্ষণ। সামনে মেঘনায় আকাল থাকবে না। জেলের জালে ইলিশ ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।