বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সব মোবাইল অপারেটর ফাইভজি ইন্টারনেট চালু করবে।
তিনি বলেন, বাংলাদেশ ব্রডব্যান্ড নীতি ২০২২ প্রণয়নে তৃণমূলের মানুষ, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং অনানুষ্ঠানিক খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্যাম সুন্দর সিকদার এ তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস), বিটিআরসি, মিশ্র শিক্ষা বাস্তবায়নের জন্য ডিজিটাল সংযোগ সম্পর্কে বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।
তিনি বলেন, বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮.৪০ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২.৫০ কোটি।
নাসিম আরো বলেন, সারাদেশে ৪,৪৩১টি ইউনিয়নের প্রায় ১,৪৭,৯৭৫ কিলোমিটার ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে।