আগামীকাল ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এ দিন নির্বিঘ্নে সব ধরনের যান চলাচল নিশ্চিত করতে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জসহ তিন জেলার মোট ১৫টি সেতু টোলমুক্ত থাকবে।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (আরটিএইচডি) উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেতুগুলো হলো- রূপসা নদীর ওপর খান জাহান আলী সেতু ও খুলনা জোনের দরাটানা সেতু, দোয়ারিকা-সিকারপুর সেতু, দোপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা সেতু। লেবুখালী) বরিশাল জোনের আওতাধীন সেতু ও গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আসমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও পাটগাতী শেখ লুৎফর রহমান সেতু।
উল্লেখ্য, টোলমুক্ত এই পরিষেবাটি শুধুমাত্র ২৫ জুন কার্যকর থাকবে।