ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের বুরামপুর গ্রামের তন্ময় ডেইরি ফার্মের দুগ্ধ খামারি আমিরুল ইসলামের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
আমিরুল জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়েজনে এই প্রথম সরকার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মাঝ থেকে নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে বিশিষ্ট উদ্যোক্তাদের ডেইরি আইকন-২০২১ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। চারটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তারা এ পুরস্কার পেয়েছেন।
প্রসঙ্গত, আমিরুল ইসলাম এরআগে ২০১৩ সালে বঙ্গবন্ধু জাতীয় পদক পেয়েছেন।