দুর্ভোগ কমাতে ফেনীতে হচ্ছে ফ্লাইওভার

ফেনী জেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল। খবর বাসসের।

নির্বাহী প্রকৌশলী জানান, নূন্যতম ৬ লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে ৬০০ মিটার। ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনগুলো সরাসরি ফ্লাইওভার ব্যবহার করে যাতায়াত করবে। ফেনী-সোনাগাজীতে চলাচলকারী পরিবহনগুলো ফ্লাইওভার নিচ দিয়ে মহাসড়ক পারাপার করবে।

এপ্রিল মাসের মাঝামাঝি এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট দফতরে গৃহীত হয়েছে। শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানান সড়ক বিভাগের এ প্রকৌশলী।

তিনি আরো জানান, ইকোনমিক জোনের চার লেন সড়ক ও ভবিষ্যৎ ছয় লেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিবেচনায় রেখে নকশা প্রণয়ন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো সম্পন্নের পর দরপত্র আহ্বান করা হবে। প্রকল্প শেষ হতে সর্বোচ্চ তিন বছর সময় লাগতে পারে।

এ প্রসঙ্গে ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী জানান, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, মহাসড়কে দুর্ঘটনা রোধে লালপোলে বিকল্প ব্যবস্থা। গত জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে এটি ছিল। ফেনীবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।