অর্থাৎ ব্যয় কমেছে প্রায় ৮৫ কোটি টাকা।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করার কথা রয়েছে। একনেক সভায় উপস্থিত থেকে সভার চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক বলেন, ‘পরিকল্পনা কমিশনের নির্দেশনা মেনে অনেক খাতেই ব্যয় কমানো হয়েছে। এর পরই মূলত প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি একটি সক্ষমতা বৃদ্ধির প্রকল্প, এটি পাস হলে একদিকে যেমন ডেসকোর সক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। ’
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি পাস হলে ডেসকোর আওতায় নতুন করে দুই লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাচ্ছে। এ ছাড়া বিদ্যমান গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে ০.৩৩ শতাংশ সিস্টেম লস কমিয়ে আনবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি। প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের পর চার বছর মেয়াদে বাস্তবায়ন করবে ডেসকো।
গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ দিতে বিতরণব্যবস্থা শক্তিশালী করা হবে। এ ছাড়া বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাংশ, গাজীপুর ও নারায়ণগঞ্জের ৪০০ কিলোমিটার এলাকা ডেসকোর অন্তর্ভুক্ত। এসব এলাকা অত্যন্ত জনবহুল ও শিল্প-কারখানা রয়েছে। প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যমান বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বেশির ভাগ বৈদ্যুতিক সাবস্টেশন ও বিতরণ লাইন ওভারলোডেড অবস্থায় আছে। ফলে গ্রাহক পর্যায়ে লো ভোল্টেজ সমস্যা দেখা দেয়। এ ছাড়া সিস্টেম লসের মাত্রাও বেশি। এসব সমস্যা নিরসনে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পটিতে ১০০ কিলোমিটার ১১ কেভি ভূগর্ভস্থ কপার কেবল কিনতে ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা। প্রকল্পটিতে ৮২০টি দুই ধরনের বিতরণ ট্রান্সফরমার ও ১০০টি রিং মেইন ইউনিট (আরএমইউ) কিনতে ৬৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকা চাওয়া হয়েছে। এখানে গড়ে একেকটির দাম পড়ছে সাত লাখ ১০ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৭০টি ট্রান্সফরমার সুরক্ষা সরঞ্জাম ও ক্যাপাসিটর ব্যাংক কেনা হবে।
এ বিষয়ে ডেসকোর এমডি কাওছার আমীর আলী কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ডেসকোর সক্ষমতা বাড়ানোর জন্য প্রকল্পটি হাতে নিয়েছি। এতে আমাদের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিশ্চিত হবে। ’ তিনি আরো বলেন, ‘দিন দিন আমাদের বিদ্যুতের চাহিদা বাড়ছে। বর্তমানে আমাদের যে সক্ষমতা আছে, তাতে ২০২৫ সাল পর্যন্ত যে বিদ্যুতের চাহিদা আছে, তা মেটানো সম্ভব। ২০৩০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য যে সক্ষমতা প্রয়োজন, তা অর্জন করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। আশা করি প্রকল্পটি বাস্তবায়িত হলে জনসাধারণ সুফল পাবে। ’