বিদ্যুৎখাতে সফলতা: উৎপাদন ক্ষমতা বেড়ে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট

দেশে বর্তমানে ক্যাপটিভ ও অফগ্রিড নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। আর বর্তমানে চাহিদার পরিমাণ গড়ে প্রতিদিন ১৩ থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী সেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, সুষ্ঠু ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের জন্য দেশের বড় বড় শহর তথা মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ লাইনের তার মাটির নিচ দিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঢাকায় ডিপিডিসি এক হাজার ২৮৭ কিলোমিটার ও ডেসকো এক হাজার ৩৬৬ কিলোমিটার, বাবিউবো সিলেটে ৩৮ কিলোমিটার, নেসকো রাজশাহী ও রংপুরে ১১ কিলোমিটারসহ প্রায় দুই হাজার ৭০২ কিলোমিটার ভূ-গর্ভের লাইন নির্মাণ সম্পন্ন করেছে।