পাবনার চাটমোহরে এবার রবিশস্য গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি জমিতে গম চাষাবাদ হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষাবাদ করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় কৃষকেরা গমের ভালো ফলন পাচ্ছেন। খরচ কম হওয়ায় গম চাষাবাদেও আগ্রহী হচ্ছেন তারা। চলতি মৌসুমে উপজেলার কৃষকদের গম প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রদর্শনীর জন্য সার, বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হয়েছে। চাটমোহর উপজেলায় বারি ৩২, বারি ৩০, বারি ৩৩, বারি ২৮, বারি ২৬, বারি ২৫, প্রদীপ ও শতাব্দী গম চাষ করা হয়েছে। এবার হেক্টর-প্রতি গমের ফলন হচ্ছে ৩.৪৫ মেট্রিকটন। কৃষকেরা বাজারে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা মণ দরে গম বিক্রি করছেন।
কৃষকেরা জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে গম আবাদ করায় ফলন ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৫ মণ গম উৎপাদন হয়েছে। বাজারে গম বিক্রি করে বেশি দাম পাওয়া যাবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ বলেন, গম চাষ করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।