দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। সরকারের বিশেষ উদ্যোগে বিদ্যুৎখাতে অগ্রগতির পাশাপাশি দেশের শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, এক্ষেত্রে ভারত তাদের জনসংখ্যার ৯৮ শতাংশ এবং পাকিস্তান ৭৪ শতাংশকে পাওয়ার গ্রিডে যুক্ত করেছে। যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় আরেকটি মর্যাদার আসনে বসিয়েছে।
দেশটির বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০০৯ সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াটে উন্নীত হয়। যেখানে সর্বাধিক বিদ্যুত উৎপাদন ছিলো ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট। ১৩ বছর আগে যা ছিলো মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট।