সারা দেশে ২০০ পেডি সাইলো নির্মাণ করবে সরকার

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষকের সুবিধা বিবেচনা করে সারা দেশে ২০০ পেডি সাইলো নির্মাণ করবে সরকার। প্রতিটির ধারণক্ষমতা পাঁচ হাজার টন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০টি পেডি সাইলোর অনুমোদন দিয়েছেন।

জানা গেছে, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে পর্যায়ক্রমে ২০০টি পেডি সাইলো নির্মাণ হবে। পেডি সাইলো নির্মাণ হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ হবে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজা ধানের অভিযোগে কোনো কৃষকের আর ধান নিয়ে ফেরত যেতে হবে না।’

আরো জানা গেছে, ‘খাদ্যশস্য সংরক্ষণে বাড়ি বাড়ি সাইলো বিতরণ করা হচ্ছে। প্রতিটি পারিবারিক সাইলো টেকসই ও খাদ্য সংরক্ষণে নিরাপদ। এটি টানা দুই বছর ধান বা চালসহ যেকোনো খাবারকে শুষ্ক ও সতেজ রাখতে সহায়ক। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের জন্য এই সাইলো বিশেষ আশীর্বাদস্বরূপ।

‘একটি পরিবার এই হাউসহোল্ড সাইলোয় ৪০ কেজি ধান, ৫৬ কেজি চাল এবং ৭০ লিটার পানি রাখতে পারবে। মাটিতে পুঁতে রেখেও খাদ্য সংরক্ষণ করতে পারবে।’