নারী বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। চলমান নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার। ৪৪ রানে আউট হন শারমিন। এরপর অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন ফারজানা হক। নিগার ৪৬ রানে ফিরলেও ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরির দেখা পান ফারজানা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান আসে এ ব্যাটারের উইলো থেকে।

জবাব দিতে নেমে নাহিদা খান-সিদরা আমিনের ৯১ রানের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা পায় পাকিস্তান। তবে ফাহিমা রুমানাদের বোলিং তোপে ১৮৩ থেকে ১৮৮ এই পাঁচ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বিসমাহ মারুফের দল।

বিশ্বকাপের সূচি প্রকাশের পর থেকেই বাংলাদেশের আসল সুযোগ হিসেবে ধরা হচ্ছিল ১৪ মার্চের ম্যাচটিকে। যেখানে প্রতিপক্ষ ছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই সুযোগটি সত্যিই কাজে লাগালো টাইগ্রেসরা।