সম্প্রতি রমজানকে ঘিরে এবার পণ্য বিক্রিতে পরিবর্তন আনছে টিসিবি । শহর ও গ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিপনন করা হবে পণ্য। এজন্য শহর ও গ্রামে অসহায় মানুষের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন।
চট্টগ্রামে পাঁচ লাখ ৩৫ হাজার পরিবার পাবে এসব কার্ড। এরমধ্যে মহানগরে তিন লাখের বেশি, বাকি কার্ড দেয়া হবে উপজেলায়। জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে বিক্রি হবে ন্যায্যমূল্যের এসব পণ্য।
টিসিবি ডিলার সমিতি সভাপতি কামরুল ইসলাম রাশেদ বলেন, কার্ড করার কারণে আমরা ডিলাররা খুশি। কেননা প্রতি ঘাটে ঘাটে আমাদের জবাবদিহিতা করতে হবে না, প্রতিটি ঘাটেই থাকবে পুলিশসহ প্রশাসনের লোক।
অনেকদিন ধরে টিসিবির পণ্য বিপনন পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে ক্যাব। তাই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতেও মনিটরিংয়ে দাবি জানায় সংগঠনটি।
ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, কার্ড বিতরণের জন্যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যে যারা কার্ড বিতরণে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের উপরেও নজরদারি বাড়াতে হবে।
এই পদ্ধতিতে আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে প্রথম দফার পণ্য বিক্রি কার্যক্রম। প্রতিটি পরিবার পাবে দুই কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও তিন কেজি ছোলা। দ্বিতীয় দফায় দেয়া হবে রমজানের মাঝামাঝি।