বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ৪.৪৪১ স্কোর নিয়ে বাংলাদেশ বিশ্বে সন্ত্রাসের প্রভাবের তালিকায় ৪০তম স্থানে আছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক বৈশ্বিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) গত বুধবার ২০২২ সালের সূচক প্রকাশ করে।
সূচক অনুযায়ী, বিশ্বে সন্ত্রাস সূচকে শীর্ষে আছে আফগানিস্তান।
তাদের স্কোর দশের মধ্যে ৯.১০৯। এরপর আছে যথাক্রমে ইরাক, সোমালিয়া, বুরকিনা ফাসো, সিরিয়া, নাইজেরিয়া, মালি, নাইজার, মিয়ানমার ও পাকিস্তান।
দক্ষিণ এশিয়া অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান (৯৩তম), দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ (৪০তম)। সন্ত্রাসের প্রভাবের দিক দিয়ে আফগানিস্তান প্রথম, পাকিস্তান দশম, ভারত দ্বাদশ, শ্রীলঙ্কা ২৫তম ও নেপাল ৩৪তম অবস্থানে আছে।
আইইপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বে পাঁচ হাজার ২২৬টি সন্ত্রাসী হামলা হয়েছে, যা ২০২০ সালের চেয়ে ১৭ শতাংশ বেশি। গত বছর বিশ্বে সন্ত্রাসে মৃত্যু হয়েছে সাত হাজার ১৪২ জনের। এটি ২০২০ সালের চেয়ে ১.২ শতাংশ কম। গত বছর বিশ্বের ৮৬টি দেশে সন্ত্রাস পরিস্থিতির উন্নতি হয়েছে, অবনতি হয়েছে ১৯টি দেশে।
অঞ্চল হিসেবে গত বছর বিশ্বে সন্ত্রাস পরিস্থিতির সবচেয়ে উন্নতি হয়েছে রাশিয়া ও ইউরেশিয়ায়।