চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক পর্যায়ে আবারো পুরোদমে সশরীরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে স্টাডি ইন ইন্ডিয়া মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।
এসময় শিক্ষামন্ত্রী আরো জানান, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব কর্তৃপক্ষের উচিত এ বছর যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সংশোধিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া।
পরে স্টাডি ইন ইন্ডিয়া মেলা প্রসঙ্গে বলেন, এ কার্যক্রমের মধ্য দিয়ে দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে তথ্য আদান প্রদান বাড়বে। সম্পর্কও দৃঢ় হবে। শিক্ষার্থীরা অর্জিত শিক্ষা নিজ দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজে লাগাবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত সরকার শিক্ষা, সেবা খাতসহ সব দিক দিয়ে অগ্রাধিকার দেয় বাংলাদেশকে। মেলায় পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাইয়ের নামকরা ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রাজধানীতে স্টাডি ইন ইন্ডিয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। ঢাকার পর চট্টগ্রামে এ মেলা হবে সোমবার।
এর আগে করোনার কারণে এক মাস বন্ধ রাখার পর গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়। আর প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার শুরু হয় প্রাথমিক পর্যায়ে ক্লাস।
এরমধ্যে মাধ্যমিকের এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছে সপ্তাহে প্রতিদিন। আর মাধ্যমিকের অন্য শ্রেণির সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে।