মেঘনার তীর রক্ষায় ৫২২ কোটি টাকার প্রকল্প

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণে ৫২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে সিসি ব্লক ঢালাইয়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।

ভবানীপুর লঞ্চঘাটে সকালে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি আলী আজম মুকুল বলেন, দৌলতখানবাসীর প্রধান সমস্যা নদীভাঙন। ২০২৪ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘ দিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে। তাই স্থানীয়দের পক্ষে নদীর তীর রক্ষায় প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

গত বছরের নভেম্বরে মাঝামাঝি সময়ে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন- এ দুই উপজেলার ২ দশমিক ৮৪ কিলোমিটার এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে কাজ শুরু করা হয়। এর মধ্যে দৌলতখানে ১ দশমিক ৮৪ কিলোমিটার এবং বোরহানউদ্দিনে ১ কিলোমিটার এলাকা রয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দৌলতখান পৌরসভা ও চৌকিঘাট এবং অন্যান্য অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্পের মাধ্যমে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পে নদী তীর রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং চলছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দৌলতখান উপজেলার চরপাতার চৌকিঘাট ও বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজারসহ বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।